ব্রেকিং নিউস

শর্টকাট ভাইরাস থেকে মুক্ত রাখুন আপনার কমপিউটার

How to Remove Shortcut Virus Permanently

কম্পিউটার বা পেন ড্রাইভ মাঝে মাঝে দেখা যায় ডাঁটা গুলো শর্টকার্ট হয়ে গেছে। তখন আমাদের অনেক বিড়ম্বনায় পরতে হয়। মনে রাখবেন শর্টকার্ট ভাইরাস আপনার ডাঁটা গুলো hide করে রাখে, নষ্ট করে দিতে পারে না।

কম্পিউটার শর্টকার্ট ভাইরাস মুক্ত রাখার জন্য: RUN এ যান। wscript.exe লিখে ENTER চাপুন। Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।

এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না। আক্রান্ত পেনড্রাইভের জন্য: আপনার পেনড্রাইভটি কম্পিউটারের সাথে সংযুক্ত করুন এবার cmd তে যান।

আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখে ইন্টার দিন। যদি আপনার পেন ড্রাইভ লেটার F হয়ে তবে লিখতে হবে F: ইন্টার নিচের কোডটি নির্ভুলভাবে লিখুন। attrib –s –h *.* //বুঝার সুবিধার জন্য (attribস্পেস-sস্পেস-hস্পেস*.*) ইন্টার কী চাপুন। এবার দেখুন পেনড্রাইভে রাখা আপনার ফাইলগুলো পুনরায় দেখাচ্ছে কিনা? এবার আপনার গুরুত্বপূর্ণ ডাটাগুলো রেখে পেনড্রাইভ ফরম্যাট করে দিন। হয়ে গেল আপনার পেনড্রাইভ শর্টকাট ভাইরাস মুক্ত। শর্টকার্ট Remover software use করতে পারেন। তবে বিশেষ সুবিধা পাবেন।

No comments