উন্নয়নের জোয়ারে বাংলাদেশ ভাসছে মালয়েশিয়া ও থাইল্যান্ডের সমুদ্রে
মা আর মাতৃভূমি স্বর্গের চেয়েও উত্তম স্থান আর পৃথিবীর দ্বিতীয় কোনো স্থানে মাতৃভূমির মতো শক্তি আর সাহস দেখানো সম্ভব না, সেটা সবারই জানা। মাতৃভূমি ব্যতিত অবশিষ্ট সকল স্থানেই, সমাজের চোঁখে, শরণার্থী বা সোজা বাংলায় “উদ্বাস্তু” হয়েই বেঁচে থাকতে হয় অভিবাসিদেরকে, সেটাও সবার জানা। তথাপি, এতসব বঞ্চনা আর অবহেলা সত্বেও, অনিশ্চিত ভবিষ্যত, নিজের জীবন বিপন্ন করে, সারা পৃথিবীর বিভিন্ন দেশে থেকে প্রতিবছর বৃদ্ধসহ শত শত নারী-পুরুষ, জন্মভূমি ছেড়ে নৌকোয় করে অন্য দেশে পাড়ি দেয়। বলা ভালো, পাড়ি দিতে বাধ্য হয় বা অভিবাসী হতে বাধ্য হয়। কারণ যে দেশে তাদের মাতৃভূমি, সেখানে তাদের বেঁচে থাকার ন্যুনতম সুযোগ থাকলেও কেউ এভাবে নিজের ও সন্তানের জীবনকে অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দেয় না।
বাংলাদেশী এসব মানুষ মূলত স্থানীয় দালাল আর তাদের দেশব্যাপী বিস্তৃত নেটোয়ার্কের সহযোগীদের প্ররোচনায় প্রলুব্ধ হয়ে নৌপথে পাড়ি জমিয়েছে ঐসব দেশে আমরা ইতোপূর্বে অনেকবার দেখেছি এইসব দালালদের মাধ্যমে নৌপথে পাড়ি দিয়ে মালয়েশিয়া যাবার পথে অনেক দুর্ঘটনা। এমনকি মাঝ সমুদ্রে অভিবাসীদের গুলি করে মেরে মৃতদেহ সমুদ্রে ভাসিয়ে দেবার মতো দালালদের নিষ্ঠুরতার কথাও আমাদের সবার জানা।
মালয়েশিয়া মানুষ পাঠানোর এইসব দালাল হিসেবে কোন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কাজ করছে, কে কীভাবে মানুষকে উদ্বুদ্ধ করছে এভাবে অবৈধ পথে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর কিংবা ইন্দোনেশিয়া যেতে, তা খুঁজে বের করা কঠিন কোনো কাজ নয়। যদিও দালালরা এর বিনিময়ে মোটা টাকা সংগ্রহ করছে, যার একটি অংশ তারা ব্যবহার করছে বেআইনি এইকাজে আইনি জটিলতা থেকে মুক্ত থাকার জন্য, সেটা বোধ করি কারোর অজানা নয়, যার ফলশ্রুতিতে তারা প্রশাসনের নাকের ডগায় থেকে, নির্বিঘ্নে পূণ পূণ লোকসংগ্রহ আর এই ঝুঁকিপূর্ণভাবে মানবপাচার করার বেসাতি শুধু টিকিয়েই রাখতে সক্ষম হচ্ছেনা, বরং দোর্দন্ড প্রতাপে পরিসর বাড়াচ্ছে।
প্রশ্ন হচ্ছে, এসব দালালদের কুট-কৌশল আর অর্থের প্রতাপে আমার প্রতিবেশী, তার মা, তার বোন, তার ভাই, তার শিশুসন্তানটি জীবন বিপন্ন করে, এভাবে অবৈধভাবে, সমুদ্রপথে দিনের পর দিন অর্ধাহারে-অনাহারে কাটিয়ে, অমানবিক মানসিক-শারীরিক নির্যাতন- এমনকি ধর্ষণের স্বীকার হয়ে স্বপ্নের গন্তব্যে পৌঁছানোর পরিবর্তে পৌঁছে যাবে মৃত্যুর দুয়ারে, এর বিরুদ্ধে আমাদের কী কিছুই বলার নেই?
প্রকাশিত ছবি গুলো দেখলে সহজেই বোঝা যায়, “জীবনের ন্যুনতম প্রয়োজন” থেকে বঞ্চিত এই কঙ্কালসার মানুষগুলোর চোখের জলও আর অবশিষ্ট নেই, শুকিয়ে গেছে অভুক্ত থেকে, নির্যাতন আর পাশবিকতার স্বীকার হয়ে।আজ হয়ত অনেকেরই কাছে ওরা আমাদের ‘আত্মীয়-স্বজন’ কেউ নয়, তাই আমরা বিষয়টি ‘গা’ করি না, কিন্তু কাল আমার সন্তানটি যখন আমায় জিজ্ঞেস করবে “বাবা, আমার খেলার সাথী কোথায়, আমি কার সাথে খেলবো?” আগামী প্রজন্মের কাছেই বা আমি তখন কী উত্তর দিবো?
No comments