বানিয়ে নিন নিজের বিজনেস কার্ড ছোট একটি পোর্টেবল সফটওয়্যার দিয়ে
বিজনেস কার্ড ডিজাইন করার জন্য এর চেয়ে ভালো ও সহজ কোনো সফটওয়্যার পেলাম না এবং আরো কিছু ভাল মানের সফটওয়্যার আছে, যেগুলো দিয়ে perfectly বিজনেস কার্ড বা লোগো ডিজাইন করা যায়, যারা এগুলো পারেন না, তারা ইচ্ছে করলে নিজের বিজনেস কার্ড ডিজাইন করে নিতে পারেন সফটওয়্যার টি পোর্টেবল ও ফুল ভার্সন এবং ফ্রি ।
যাউক, সমস্যা নাই, নিজের প্রয়োজনে যাদের বিজনেস কার্ড লাগবে তারা ডিজাইন করে নিতে পারেন , কিভাবে করবেন সেটা আপনার ইচ্ছা, আমি শুধু একটি পদ্ধতি দেখাবো, আপনি চাইলে নিজের কিছু ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে তৈরী করে নিতে পারেন আপনার বিজনেস কার্ড তাহলে দেখে নিন নিচের ভিডিও টি , ভূল ত্রুটির জন্য আগাম ক্ষমা প্রার্থী ।
ফাইল পাসওয়ার্ড= bogracity24
No comments