ব্রেকিং নিউস

RESIDENT EVIL REVELATIONS 2 গা ছমছমে গেইম

Download Resident Evil Revelations 2 For PC Direct Link


বিশ্বের সবচেয়ে নাম করা সারভাইভাল হরর গেইম রেসিডেন্ট ইভিল গেইমটি প্রায় সব গেমারই খেলেছেন। কিন্তু একটু একটু করে প্রথম দিকের গেইমগুলোর আমেজটা হারিয়ে যাচ্ছিল সিরিজ থেকে। সদ্য বের হওয়া গেইমটির মাধ্যমে ক্যাপকম আবারও সিরিজে নতুন প্রাণ দিয়েছে।
গল্পটা চারটা এপিসডে ভাগ করা এবং দু ধরনের গল্প রয়েছে। একটিতে দেখা যাবে সিরিজের পাকাপোক্ত ক্যারেকটার ক্লেয়ার রেডফিল্ড ও ময়েরা বার্টনকে। এ দু’জনকে এক রহস্যময় অর্গানাইজেশন কিডন্যাপ করে নিয়ে যায় জোম্বিদের এলাকায়। এ এলাকা থেকে পালানোই মূল কাজ।
আরেক গল্পে দেখা যাবে বার্টনকে। তার সঙ্গে এক নতুন ক্যারেকটার, নাটালিয়া। নাটালিয়া হল এক আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন বাচ্চা যে অত্যন্ত গোপনীয় কিছু তথ্য জানে, কিন্তু তা ভাসা ভাসা ভাবে। বার্টন এই ভাসা ভাসা তথ্য নিয়েই তার বন্দি হওয়া মেয়ে, ময়েরা বার্টনকে খোঁজার কাজে লেগে পড়ে।
ফ্যান—ফেবারিটব্যারি বার্টন আবার ফিরে এসেছে এবং আরো অস্ত্র নিয়ে। সব সারভাইভাল হরর গেইমের মতো এখানেও ক্ষণে ক্ষণে জোম্বি আক্রমণ করতে আসবে। শুধু এক ধরনের নয়, অনেক সাইজের, ভিন্ন পাওয়ারের জোম্বিদের আসতে দেখা যাবে।
অনেক ছোটখাট অস্ত্র আছে যা প্রয়োজনে খুব কাজে লাগবে যেমন, বিপজ্জনক পরিস্থিতিতে ময়েরার এক ছোট্ট ফ্ল্যাশলাইট জ্বালিয়ে জোম্বিদের মূহুর্তের জন্য অন্ধ করে দিয়ে পালাতে পারবেন। নাটালিয়া প্রতিপক্ষের দুর্বল জায়গাগুলো বুঝতে পারার ক্ষমতা সব ধ্বংসের সময় কাজে লাগাতে পারবেন। এমন প্রতিটা ক্যারেকটারের আলাদা আলাদা কিছু ক্ষমতা রয়েছে।
টিমওয়ার্ক খুবই জরুরি এই গেইমে। ভালো টিমওয়ার্ক না থাকলে শক্তিশালী প্রতিপক্ষদের কোনোভাবেই মারতে পারবেন না। অনলাইনে বন্ধুদের সঙ্গে খেলার সময় যা বেশি প্রয়োজনীয়।
গ্রাফিক্সের কাজ ও ভয়েসঅ্যাক্টিং বেশ ভালো যা আরো ভয়ের করে তুলতে সাহায্য করেছে। পুরো পরিবেশটাই গা ছমছম করা। অন্ধকার অলিগলিতে চলাফেরার সবসময় জোম্বি হানা দেবার ভয়ে থাকতে হবে।
মোট কথা, গেইমটিকে বছরে সেরা হরর গেইমের মধ্যে একটি  বলতে হবে। গেইমপ্লে, গ্রাফিক্স সব দিক দিয়েই অনেক উন্নতি করেছে ক্যাপকম এবং রেসিডেন্ট এভিল সিরিজকে নতুনভাবে জাগিয়ে তুলেছে।
খেলতে নূন্যতম যা লাগবে
  • ইন্টেল কোর ২ কোয়াড ২.৭ গিগাহার্জ প্রসেসর
  • ১ জিবির‍্যাম
  • এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৫৬০ / এএমডিরেডোনএইচডি ৩৮৫০ গ্রাফিক্স কার্ড
  • ২৩ গিগাবাইট হার্ডডিস্ক




পোস্টটি সম্পূর্ণ নিজে কস্ট করে লিখেছি তাই কেউ কপি করে নিজের নামে চালানোর চেস্ট করবেন না যদি করেন তাহলে অবশ্যই DMCA তে আমি রিপোর্ট করব ।



কম্পিউটার স্পীড না হওয়ার পিছনে প্রধান কারন ও সমাধান ।


কম্পিউটার স্পীড না হওয়ার পিছনে একটি প্রধান কারণ কম্পিউটারের ভুলভাল ফাইল, ফোল্ডার যেখনে ।
সরাসরি দেখুন বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ ।
সকলকে সালাম আর আল্লাহ পাকের নিকট সুস্বাস্থ্য প্রার্থনা করে শুরু করছি আমার আজকের পোস্টটি পোস্টটি মূলত যাদের ব্লগ/ওয়েব সাইট আছে তাদের জন্য ।

No comments