ব্রেকিং নিউস

বাংলা লেখার নতুন কিবোর্ড বর্নালী



এন্ড্রয়েড এ বাংলা লেখার জন্য যোগ হল আরেকটি নতুন কিবোর্ড বর্নালী কিবোর্ড।ইউজারদের কাছে এই কিবোর্ডটা কিছুটা বিজয় এরমত লাগবে কিন্তু এর লে আউট বিজয় এর নয়।বাংলা লেখার জন্য এই পর্যন্ত ৪টি কিবোর্ড প্লে স্টোরে আপলোড হয়েছে এর মধ্যে রিদ্মিক কিবোর্ড সবচেয়ে জনপ্রিয় এর অসাধারন ইন্টারফেস আর আভ্র দিয়ে বাংলা লেখার কারনে।দেখা যাক বর্নালী কিবোর্ড বাংলা লেখার জন্য কেমন জনপ্রিয়তা অর্জন করে।



পোস্টটি সম্পূর্ণ নিজে কস্ট করে লিখেছি তাই কেউ কপি করে নিজের নামে চালানোর চেস্ট করবেন না যদি করেন তাহলে অবশ্যই DMCA তে আমি রিপোর্ট করব ।



কম্পিউটার স্পীড না হওয়ার পিছনে প্রধান কারন ও সমাধান ।


কম্পিউটার স্পীড না হওয়ার পিছনে একটি প্রধান কারণ কম্পিউটারের ভুলভাল ফাইল, ফোল্ডার যেখনে ।
সরাসরি দেখুন বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ ।
সকলকে সালাম আর আল্লাহ পাকের নিকট সুস্বাস্থ্য প্রার্থনা করে শুরু করছি আমার আজকের পোস্টটি পোস্টটি মূলত যাদের ব্লগ/ওয়েব সাইট আছে তাদের জন্য ।

No comments