ওয়ালটনের স্মার্টফোন পাওয়ার হাউজ দুটোই পাবেন এক সাথে!
কেমন আছেন সবাই, নিশ্চয় ভালো।
আবারো হাজির হলাম আপনাদের সামনে মোবাইল বাইং গাইড হিসেবে। আমার আজকের আলোচনায় থাকবে ওয়ালটনের পাওয়ার হাউজ নামে পরিচিত বেশ কিছু স্মার্টফোন নিয়ে। আমার পুরো আলোচনাজুরে থাকবে ওয়ালটনের বিভিন্ন বাজেটের জায়ান্ট ব্যাটারি ব্যাকাপ সাপোর্টেড স্মার্টফোন নিয়ে। ততক্ষন আমার সাথেই থাকুন। আমি আশা করছি আমার পুরো আলোচনার মাধ্যমে আপনারা ওয়ালটনের হিউজ ব্যাটারি ব্যাকাপ যুক্ত স্মার্টফোন গুলো সম্পর্কে পরিস্কার ধারণা পাবেন।
Walton Primo ZX3
Walton Primo ZX3 এখন পর্যন্ত ওয়ালটনের সেরা ফ্ল্যাগশীপ স্মার্টফোন গুলোর মধ্যে একটি। ডিভাইসটির বিল্ট কোয়ালিটি, ক্যামেরা পারফরমেন্স আপনার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম। এছাড়া এটি ওয়ালটনের প্রথম ডুয়াল ক্যামেরা যুক্ত স্মার্টফোন। গেমিং এর কথা মাথায় রেখেই ডিভাইসটিতে দেয়া হয়েছে ৪৫৫০ মিলি এ্যম্পিয়ার সুপার্ব ব্যাটারি। ডিভাইসটির বাজার মূল্য রাখা হয়েছে ২৭,৯৯০ টাকা।Walton Primo ZX3 এর উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে:
- এ্যন্ড্রয়েড ৭.০ নিওগাট
- ৬৪ বিট ২.৫ গিগাহার্টজ অকটা-কোর প্রসেসর
- এল.পি.ডি.ডি.আর-৪ ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম
- ৬” ফুল এইচ.ডি ২.৫ ডি কার্ভড আই.পি.এস ডিসপ্লে
- বি.এস.আই ১৩ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল ডুয়াল অটো ফোকাস ক্যামেরা উইথ এল.ই.ডি ফ্ল্যাশ লাইট
- বি.এস.আই ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে।
No comments