বৈদ্যুতিক শক দেবে স্মার্টব্যান্ড
অফিসে বসে কাজ ফাঁকি দিয়ে ফেসবুকে সময় কাটানোর দিন ফুরিয়ে এলো। স্মার্ট ঘড়ির মতো স্মার্ট রিস্ট ব্যান্ড বের করেছে আমেরিকার একটি প্রতিষ্ঠান। কাজ বাদ দিয়ে ফেসবুকে সময় কাটালে বা অন্য যেকোনো কাজ করতে গেলে শাস্তিস্বরূপ একটি ইলেকট্রিক শক দেবে এই ব্যান্ড। নতুন এই গ্যাজেটটির নাম 'পাভলক'। বলা হচ্ছে, কর্মীদের সময় নষ্ট করা কমাতে এবং উৎপাদশীলতা বাড়াতে হাতে পরার জন্য এই ব্যান্ডটি বানানো হয়েছে। একটি অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে ব্যান্ডটি। আরো বেশি কাজ করতে চান? তাতেও সহায়তা করবে পাভলক। অতিরিক্ত সময় ফেসবুকে কাটিয়ে দিচ্ছেন? পাভলক একটা শক দেবে আপনাকে। ফেসবুকে লগ অন করতে গেলেই আপনার অনুভূতিতে একটা ধাক্কা দেবে ব্যান্ডটি। পাভলকের নিচের অংশে ধাতব পদার্থ রয়েছে। এর মাধ্যমে যে শকটি দেওয়া হবে তা আপনাকে নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট। তবে ভয় পাওয়ার কিছু নেই, এটি ক্ষতিসাধন করবে না। সকালে ঘুম থেকে ওঠার কাজটিও করে দেবে পাভলক।
No comments