ব্রেকিং নিউস

কোয়ান্টাম প্রসেসর আনছে গুগল

Quantum-processor-Google
কোয়ান্টাম প্রসেসর আনছে গুগল

তুন প্রজন্মের কম্পিউটার তৈরিতে কাজ করছে আইবিএম, ইন্টেলের মতো বিশ্বসেরা চিপ নির্মাতা প্রতিষ্ঠান। আর আগামী দিনের গতিময় কম্পিউটার তৈরির সবচেয় বড় হাতিয়ার হচ্ছে উচ্চ ক্ষমতার প্রসেসর। এই প্রসেসরের সক্ষমতা বৃদ্ধিই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এটি নিয়েই কাজ করছে আইবিএম, ইন্টেল। গতিময় প্রসেসর তৈরিতে যোগ দিয়েছে বিশ্বসেরা প্রযুক্তি কোম্পানি গুগল। আইবিএম ও ইন্টেলের মতো নতুন প্রজন্মের কম্পিউটার তৈরিতে কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে গবেষণা করছে গুগলও। সাধারণত প্রচলিত পদ্ধতিতে কম্পিউটার বাইনারি (০,১) পদ্ধতিতে কাজ করে থাকে। এক্ষেত্রে প্রতি বিট ডাটা হয় শূন্য, না হয় এক হিসেবে গণনা করা হয়। কিন্তু কোয়ান্টাম কম্পিউটিংয়ে শূন্য এবং এক একইসঙ্গে অবস্থান করে। আর এতে করে কম্পিউটারের প্রসেসিং ক্ষমতা কয়েকগুন বেড়ে যায়।

No comments