উইন্ডোজ ১০ দিয়ে কিভাবে ডিস্ক ক্লিন করবেন
আজ আপনাদের সাথে ছোট একটি টিপস শেয়ার করব যা আপনাদের কম্পিউটারের অদরকারী ফাইল ক্লিন করতে সাহায্য করবে। টিপসটি শুধু উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য।
উইন্ডোজ ৭ অথবা, আগের ভার্সনগুলোতে আমরা ডিস্ক -ক্লিনআপ নামক টুল ব্যবহার করে অনেকেই ডিস্ক ক্লিন করতাম। উইন্ডোজ ১০ ব্যাবহার করেন যারা তারাও অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতে পারবেন। ফিচারটির নামঃ উইন্ডোজ স্টোরেজ সেন্স। (Storage Sense).
তাহলে, দেখা যাক কিভাবে তা করা হয় ঃ
উইন্ডোজ ১০ঃ Settings > System > Storage > “Turn on Storage sense.” তারপর, “Free up space now” ক্লিক করুন।
স্টোরেজ সেন্স নিচের দেয়া ফাইলগুলোকে মুছে ফেলে। কাজেই, ব্যবহার করার আগে দরকারী ফাইল থাকলে তা ব্যাকআপ রাখাই ভাল।
- Temporary setup files
- Old indexed content
- System cache files
- Internet cache files
- Device Driver packages
- System downloaded program files
- Dated system log files
- System error memory dump files
- System error minidump files
- Temporary system files
- Dated Windows update temporary files
No comments