দেশের ৫৮টি ওয়েবসাইট আবারো বিটিআরসির নির্দেশে বন্ধ হলো
দেশের ৫৮টি ওয়েবসাইট আবারো বিটিআরসির নির্দেশে বন্ধ হলো |
বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক জানিয়েছেন, গতকাল বিকেলে বিটিআরটিসি থেকে ৫৮টি সাইট বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং নির্দেশের পর বিষয়টি দ্রুত কার্যকর করার উদ্যোগ নেয়া হয়। তবে কেন ওয়েবসাইটগুলো ব্লকের নির্দেশ দেয়া হয়েছে, তার কারণ ব্যাখ্যা করেননি তিনি। তিনি জানান, সাধারণত রাষ্ট্রবিরোধী কোনও কার্যকলাপ করলে এ ধরনের উদ্যোগ নেয়া হয়।
বিটিআরসি থেকে যে ৫৮টি ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো নিচে দেওয়া হলোঃ
- www.poriborton.com
- www.justnewsbd.com
- www.priyo.com
- www.bdpolitico.com
- www.dhakatimes24.com
- www.risingbd.com
- www.newsbd71.com
- www.pagenews24.com
- www.reportbd24.com
- www.rarenews24.com
- www.bnpnews24.com
- www.prothombangladesh.net
- www.dailyamardesh.xyz
- www.dnn.news
- www.razniti24.com
- www.rbn24.co.uk
- www.sangbad247.com
- www.deshbhabona.com
- www.amardesh247.com
- www.analysisbd.com
- www.awaazbd.com
- www.badrul.org
- www.bnponlinewing.com
- www.en.bnpbangladesh.com
- www.bnpbangladesh.com
- www.bnponlinewing.com
- www.banglamail71.info
- www.atv24bd.com
- www.banglastatus.com
- www.bbarianews24.com
- www.sheershanews24.com
- www.shibir.org.bd
- www.news21-bd.com
- www.1newsbd.net
- www.expressnewsbd.com
- www.dailybdtimes.com
- www.mymensinghnews24.com
- www.muldharabd.com
- www.cnnbd24.com
- www.dailymirror24.com
- www.deshnetricyberforum.com
- www.alapon.live
- www.diganta.net
- www.moralnews24.com
- www.potryka.com
- www.dawahilallah.com
- www.alehsar2.wordpress.com
- www.aljamaah1.wordpress.com
- www.bangladarsulquran.wordpress.com
- www.gazwah.net
- www.jongimedia.wordpress.com
- www.maktabatulislamiabd.wordpress.com
- www.millateibrahimbd.wordpress.com
- www.myquranstudyoneayahaday.com
- www.shuhadarkafela.wordpress.com
- www.defenseupdatebangladesh.wordpress.com
- www.defbd.com
- www.bangladeshdefence.blogspot.com
No comments