গুগল ক্রোম ভক্তদের জন্য এল ১১টি ক্রোম এক্সটেনশন
Chrome Extension for Google Chrome fans |
ইন্টারনেটের সঙ্গে লেগে থাকতে থাকতে অনেকেই হয়তো অনুভব করেন ব্রাউজার তাদের অনলাইন বাসা হয়ে গেছে। মুখে না বললেও অধিকাংশ মানুষেরই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেই সফটওয়্যারটি তা হলো তাদের ইন্টারনেট ব্রাউজার। কারো জন্য এটি ইন্টারনেট এক্সপ্লোরার, কারো জন্য মজিলা ফায়ারফক্স, কারো জন্য অপেরা আবার কারো জন্য বা আবার গুগল ক্রোম।
বর্তমানের আধুনিক সব ব্রাউজারে রয়েছে ব্যবহারকারীর পছন্দমতো সাজিয়ে নেয়ার জন্য প্রচুর অ্যাড-অন এবং এক্সটেনশন। এসব এক্সটেনশন দিয়ে ব্যবহারকারীরা তাদের ব্রাউজারকে করে তুলতে পারেন আরো পারসোনালাইজড এবং ব্যতিক্রম।
আপনি যদি গুগল ক্রোম ব্যবহারকারী হয়ে থাকেন, আর দিনের বেশিরভাগ সময় যদি আপনার ক্রোমের নিচে কাটে, তাহলে নিচের ১১টি ক্রোম এক্সটেনশনের কোনো না কোনোটি অবশ্যই আপনার কাজে আসবে।
Stay Focused
Stay Focused হচ্ছে এমন একটি এক্সটেনশন যা আপনাকে জোর করে আপনার কাজে মন বসাবে। যেমন আপনার যদি ফেসবুকে অতিরিক্ত সময় নষ্ট করে ফেলেন আর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তাহলে এই এক্সটেনশনটি নির্দিষ্ট সময় পর সেসব সাইট সাময়িকভাবে ব্লক করে দেবে। ফলে, প্রতিবার ঐসব সাইটে ঢুকতে গেলেই আপনার মনে পড়বে আপনার এখন কাজের সময়, অকাজের নয়।
কুল ক্লক
কুল ক্লকের রয়েছে ডিজিটাল ও অ্যানালগ ঘড়ি। আপনার পছন্দমতো এসব ঘড়ি আপনাকে সময় বাতলানো ছাড়াও প্রতি ঘণ্টায় ঘন্টায় নোটিফিকেশন জানাবে এবং বিভিন্ন কাজে রিমাইন্ডার হিসেবে কাজে দেবে।
টু মেনি ট্যাবস হচ্ছে সেইসব ক্রোম ব্যবহারকারীদের জন্য একটি এক্সটেনশন যারা প্রতিবার কাজের সময় অসংখ্য ট্যাবের মধ্যে হারিয়ে যান। অতিরিক্ত, মানে সত্যি সত্যিই অতিরিক্ত সংখ্যক ট্যাব সামলাতে এই এক্সটেনশনটি কাজে আসতে পারে।
No comments