ডাউনলোড করে নিন উইন্ডোজ ১০
অবশেষে অনেক প্রতীক্ষার পর মাইক্রোসফট উইন্ডোজের নতুন ভার্শন নিয়ে আসলো। অনেকেই ভেবেছিলো উইন্ডোজ ৯ আসবে। কিন্তু সবাইকে চমক দিয়ে আসলো উইন্ডোজ ১০। সম্প্রতি মাইক্রোসফট একটি রিলিজ প্রিভিউ এনেছে। এর মাধ্যমে আপনি আগে আগেই উইন্ডোজ ১০ এর স্বাদ নিতে পারবেন। এটি পেইড ভার্শন নয়। শুধু এক্সপার্ট মতামত এবং ডেভেলপার দের মতামত নেয়ার জন্য। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমি এটি চালাতে পারবেন। এরপর মাইক্রোসফট অফিসিয়ালি রিলিজ দিলে তখন কিনে ব্যাবহার করতে হবে।
তো আর দেরি না করে এই লিঙ্কে যান, এবং আপনার পছন্দ মত 32 bit/64 bit ভার্শন ডাউনলোড করে নিন। ধন্যবাদ।
টেক প্রিভিউ প্রোডাক্ট কিঃ NKJFK-GPHP7-G8C3J-P6JXR-HQRJR
ডাউনলোড লিঙ্ক
১. Windows 10 Build 10240 RTM Original ISO Enterprise x64 ডাউনলোড করতে [3.7 GB]
২. Windows 10 Build 10240 RTM Original ISO Enterprise x86 ডাউনলোড করতে [2.7 GB]
৩. Windows 10 Build 10240 RTM Original ISO Home-Pro x64 ডাউনলোড করতে [3.8 GB]
৪. Windows 10 Build 10240 RTM Original ISO Home-Pro x86 ডাউনলোড করতে [2.8 GB]
৫. Windows 10 RTM By F!r3 Sp!d3R.exe ডাউনলোড করতে [1.7 MB]
[Active করতে চাইলে অবশ্যই এটি ডাউনলোড করবেন]
No comments