ব্রেকিং নিউস

যমুনা ফিউচার পার্কে পার্টির নামে একি চলছে (ভিডিও সহ)

Jamuna Future Park party


সম্প্রতি যমুনা রিসোর্ট পার্কের একটি পার্টির ভিডিও দৃষ্টি কেড়েছে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের অনলাইনে আপলোড হবার পর ভিডিওটি বেশ সমালোচনার মুখে পড়েছে, ভিডিওটি খুব সম্ভবত কোন কর্পোরেট পার্টির দৃশ্য, যেখানে এক বিদেশী ডেলিগেটকে খুশি করার জন্য একাধিক তরুনীকে নিজের উজার করে দিতে দেখা যাচ্ছে। খুশি করতে গিয়ে যা করা যাচ্ছে , তাকে ভদ্র ভাষায় নষ্টামি বলা ছাড়া আর কোন ভাবেই সঙ্গায়িত করা যায় না ব্যক্তিগত এবং ঘরোয়া পার্টির আড়ালে যমুনা রিসোর্ট পার্কে চলছে কথিত সোসাইটি গার্লদের সঙ্গে পাশ্চাত্য কায়দায় অবাধ অশ্লীলতা, বেহায়াপনা ঝকঝকা দিনের আলোতেই হিন্দি ও ইংরেজি পপ গানের কান ফাটানো শব্দের মধ্যে চলছে নারী পুরুষের উন্মাতাল নৃত্য।




No comments