এই নরপশুর নাম সাধু ভিরান্থ
প্রায় আড়াই লক্ষ রোহিঙ্গা মুসলিম হত্যার প্রত্যক্ষ নেতৃত্ব দিয়েছে এই অমানুষ বৌদ্ধ ভিক্ষু। ওদের মূল মন্ত্র নাকি জীব হত্যা মহাপাপ। বর্তমান বিশ্বে সবচেয়ে জঘন্য গনহত্যার নায়ক এই ভিরান্থ। যে ধর্ম অনুসারীরা জোটবদ্ধ ভাবে নিরিহ মানুষকে, অবুঝ শিশুকে অবলা নারীকে হত্যা করে তাদেরকে অহিংসবাদী বলা যায় কি না তা এখন বড় প্রশ্ন ! আমাদের নাস্তিক লতিফ সিদ্দিকীরা মনে করেন বৌদ্ধ ধর্ম নাকি ইসলামের চেয়ে আরো মানবিক ধর্ম, কেমন মানবিক তা বার্মায় মুসলিম গনহত্যায়ই তার প্রমান মেলে।
এই নরপশু হাজার হাজার শিশুকে নির্যাতন করে হত্যা করে চলেছে, কোথায় আজ বিশ্ব বিবেক, এই কসাইয়ের কাভার পেজ করে বিশ্বের বড় বড় মিডিয়া আর আমাদের দেশের মানবতাবাদীরা মুখে কুলুপ এটেঁ বসে রবীন্দ্র সংগীত শ্রবন করেন। এই অমানুষের নাম কি হিটলার, আইখম্যান, টিক্কা খান, জেনারেল ইয়ামাশিতো, মার্শাল ফিলিপ পেতাঁর সাথে ইতিহাস ভূক্ত করে ইতিহাসের ইজ্জ্বত বাড়াবো !! গৌতম বুদ্ধ, সম্রাট অশোক, অতীশ দীপঙ্করের মতো মহান মানবতাবাদীদের ধর্ম বৌদ্ধ ধর্ম; কোথায় বুদ্ধুর সেই বানী ” জগতের সকল প্রানী সুখী হউক,শান্তি লাভ করুক।
No comments