মজিলা ফায়ারফক্স এ বাংলা লেখা এলোমেলো? ঠিক করে ফেলুন
জনপ্রি ব্রাউজার এর মধ্যে “Mozilla Firefox” আমার জানামতে বহুল প্রচলিত আর আমরা সেটি নিয়মিত ব্যবহার করছি..আর প্রতিনিয়ত ব্যবহৃত ব্রাউজারটিতে যদি আমার মাতৃভাষা এলোমেলো দেখায় তাহলে বলুন তো মেজাজ টা কেমন খারাপ হয়…যেমনটি আমার হয়েছে এই তো অনেক খুজাখুজির পর নিজেই বের করে ফেললাম এর সহজ সমাধান তবে এটা টিক যে এর সমাধান আগে ও আছে এই জনপ্রিয় ব্লগে কিন্তু তা বিষদ এবং একটু ঝামেলা টাইপের..আমরা তো চাই সবসময় সহজ ভাবে যে কোন কিছু করতে তাই আমি বের করলাম সহজ সমাধান..কঠিন কিছু না..ও অন্যদিকে চলে যাচ্ছি এবার কাজের কথায় আসি প্রথমে আপনার কাছে যদি এই “Siyamrupali“ ফন্টটি না থাকে তাহলে নিচের দেয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিঙ্ক CLICK HERE
ডাউনলোড হয়ে গেলে ফন্টস টি
Start>Settings>Control Panel>Fonts OR
Start>Run>Fonts>ok করুন
তারপর নিচের ধাপগুলো অনুসরণ করুন
১। প্রথমে আপনার ব্রাউজারের Tools মেনু থেকে Options সাবমেনুতে ক্লিক করুন।
২। এবার Content ট্যাব এর Fonts & Colors অংশের Advanced বাটনে ক্লিক করুন।
৩। এবার Fonts for অংশ থেকে Bengali সিলেক্ট করুন। এবার Serif অংশ হতে Siyam Rupali ফন্টটি সিলেক্ট করুন।
৪। তারপর Sans-serif এবং Monospace অংশ থেকেও Siyam Rupali ফন্টটি সিলেক্ট করুন। তারপর Size হতে ১৬ বা ১৭ সিলেক্ট করুন।
৫। এবার Default Character Encoding থেকে Unicode (UTF-8) সিলেক্ট করুন। এবার OK/OK করে বের হয়ে আসুন।
“Mozilla Firefox” রিস্টার্ট করুন।
এখন দেখুন কি ঝকঝকে বাংলা দেখতে পাচ্ছেন।
No comments