ব্রেকিং নিউস

উইন্ডোজ আপডেট করতে সমস্যা হচ্ছে ১০০% সমাধান নিন

windows update problems solutions

বিভিন্ন অফিস সেটাপ দেয়ার পর মাঝে মাঝেই নিজে নিজে আপডেট নেয়া ফিচারটি জরুরি। এভাবে কম্পিউটারের বিভিন্ন অপারেটিং সিস্টেম, অ্যাপ, বা  হার্ডওয়্যারের জন্য দরকারি আপডেটগুলো নিয়ে থাকে। আবার সিকিউরিটি সিস্টেমটিও এভাবে বিলডাপ করে।


তবুও মাঝে মাঝে দেখা যায় এভাবে আপডেটিং আপনার কম্পিউটারের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। ধরুন আপডেটিং শেষ হওয়ার পরে কম্পিউটার Restart দেয়ার পরে Error ম্যাসেজ, কম্পিউটার স্লো হওয়া, হ্যাং হয়ে যাওয়া প্রভিতি। সে সময় দরকার হবে রিসেন্ট আপডেটিং Delete করা। এবার আমরা জেনে নেই আপডেটিং হওয়া অপ্রয়োজনীয় ফাইলগুলো কিভাবে uninstall করবেন। সমস্ত উইন্ডোজেরি পদ্ধতি একই। ভিসতার নিয়ম অনুযায়ী আমি আপনাদের বলবো।
১। প্রথেমেই Control panel-এ গিয়ে প্রোগ্রাম এন্ড ফিচারে যাবেন।
২। বাঁ দিকের task menu থেকে ভিউ ইন্সটলড আপডেটে যান।
৩। এবার আপনি আপনার প্রয়োজনীয় আপডেট হওয়া ফাইলগুলো রেখে অপ্রয়োজনীয় ফাইলগুলো Remove করে দিন। আপডেটিংয়ের সময় দেখে খুব সহজেই আপনি বুঝবেন কোনটি Latest আপডেট।
৪। নতুবা Control panel থেকে Windows update-এ গিয়ে view update history-তে গিয়েinstal update-এ গিয়েও করতে পারেন।

No comments