ধীর গতির পিসিতে স্টার্ট মেনুর গতি বৃদ্ধি করে নিন
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ধীর গতির পিসিতে গতি বাড়ানোর জন্য অনেকে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকেন। আমরা বিশেষ কোন সফটওয়্যার ছাড়াও রেজিস্ট্রি থেকে কিছু পরিবর্তন করে পিসির গতি বাড়ানো সহ স্টার্ট মেনুর গতি বাড়াতে পারি আসুন দেখা যাক কিভাবে স্টার্ট মেনু সহ পিসির গতি বাড়ান যায়।
এজন্য নিচের ধাপটি লক্ষ্য করুন
১। windows menu+R প্রেস করে রান এ যান তারপর regedit লিখে OK করুন।
২। এবার দেখুন রেজিস্ট্রি এডিটর ওপেন হয়েছে এখান থেকে >>> HKEY_CURRENT_USER >>>Control Panel >>>>Desktop >>>>MenuShowDelay যান।
৩। সাধারণত MenuShowDelay অপশনটিতে value ডিফল্ট 400 থাকে এটি 0 দিয়ে OK করে রেজিস্ট্রি এডিটর থেকে বের হয়ে আসুন।
এবার পিসি রিস্টার্ট দিয়ে দেখুন আপনার পিসির স্টার্ট-আপ গতি বৃদ্ধির সাথে সাথে স্টার্ট মেনুর গতি বৃদ্ধি পেয়েছে।
না পারলে নিচের ভিডিও দেখুন
কম্পিউটার স্পীড না হওয়ার পিছনে প্রধান কারন ও সমাধান । কম্পিউটার স্পীড না হওয়ার পিছনে একটি প্রধান কারণ কম্পিউটারের ভুলভাল ফাইল, ফোল্ডার যেখনে । | সরাসরি দেখুন বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ । |
No comments