রেসিং মটো চরম একটি অ্যান্ড্রয়েড গেমস ! ডাউনলোড করুন এখুনি
হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ? আশা করি সবাই ভালো আছো সবার হাতেই এখন অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন তাই ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে গেমসটির নাম হচ্ছে মটো রেসিং গেমসটি খেলতে হলে অবশ্যই অ্যান্ড্রয়েড ভার্সন কম্পক্ষে ২.৩ হতে হবে গেমসটির সাউন্ড কুয়ালিটি ও খুব ভালো এবং খেলতে খুবি ভালো লাগবে বলে আশা করছি ।
প্লে স্টোর লিংকঃ রেসিং মটোড্রপবক্স ডাউনলোড লিংকঃ রেসিং মটো
গেমটি তৈরি করেছে DROID HEN এবং এটি সম্পূর্ন ফ্রি। সাইজ মাত্র ৪.২ মেগাবাইট। বর্তমান ভার্শন ১.২.৬। প্লে স্টোরে এর রেটিং ৪.৫ (৫ এর মধ্যে)। গেমটি মুলত মোবাইলের জন্য। তবে আপনি ট্যাবলেটেও খেলতে পারবেন চাইলে। সেক্ষেত্রে রেজুলেশন একটু খারাপ লাগতে পারে আপনার কাছে। গেমসটি ভাল লাগল কি না তা জানান কমেন্টে। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন লাইক বা শেয়ার করে !
ধন্যবাদ
No comments