কোনপ্রকার ওয়েব প্রোগ্রামিং না শিখেই বানিয়ে ফেলুন সুন্দর সুন্দর টেম্পলেট Artisteer ৪.৩
প্রথমেই সালাম নিন, কেমন আছেন সকলে আশা করি ভাল ও সুস্ত। আশা করি নিয়মিত আপনাদের সঙ্গে আপডেট সফটওয়্যার গুল শেয়ার করতে পারব। আজকে যে ১ টি সফটওয়্যার আপনাদের দেব যা সত্যিই আপনাদের অনেক কাজে লাগবে ও ভাল লাগবে আশা করছি। আসুন জেনে নেই সফটওয়্যার টির সম্পর্কে।
Artisteer 4.3 crack 2015
আমরা অনেকেই ওয়েব ডিজাইন শিখতে চাই বা সিখতেছি বা অনেকে করতে চাইলেও পারছেন না। ওয়েব ডিজাইন করতে হলে কিছু কোডিং এর সাথে ফটোশপ ও জানতে হয় । কিন্তু তা কয়জনে পারে ? কিন্তু এই Artisteer ৪.৩ দিয়ে আপনি Html, Xhtml , CSS ও ফটোশপ না জেনেই খুব সহজে তৈরি করতে পারেন ওয়েব ডিজাইন ব্লগার টেমপ্লেট,জুমলা টেমপ্লেট, ড্রুপাল থিমস , ওয়ার্ডপ্রেস এবং ডট নেট সাইট কোনপ্রকার ওয়েব প্রোগ্রামিং না জেনেই।
Artisteer –ই একমাত্র অটোমেশন প্রোডাক্ট যা দিয়ে তাৎক্ষনিক দৃষ্টিনন্দন ও ইউনিক ওয়েবসাইট এবং ব্লগ থিমস তৈরি করা যায় ।
দেখুন এর কিছু ফিচার সম্পর্কেঃ
- মিনিট এর মধ্যেই তইরী করতে পারবেন আপনার সাইট এর টেম্পলেট।
- ব্লগার, জুমলা, ওয়ার্ডপ্রেস এবং অন্যান্য সিএমএস এর জন্নে টেম্পলেট ব্যাবহার করা যায়।
- কোন ফটোশপ, সিএসএস, এইচটিএমএল বা অন্যান্য প্রযুক্তির শেখার প্রয়োজন নেই।
- খুব সহজেই পেজ,কণ্টেণ্ট, লেআঊট গুলো পরিবর্তন করতে পারবেন।
- এর মাধ্যমে আপনি পাবেন অসংখ্য অনলাই টেম্পলেট যা সহজেই মডিফাই করতে পারবেন ও আপনার পসন্দ মতো গড়ে তুলতে পারবেন।
- ব্যাবহারে অনেক মজা ও কাজ করতেউ অনেক মজা পাবেন।এছাড়া আর অনেক কিছুল।
- আপনার পিছি সকল ভার্সন এর সঙ্গে ৮.১ ও সাপোর্ট করবে।
সফটওয়্যার টির সম্পর্কে আর বিস্তারিত জানতে পারবেন এখান থেকে।
সফটওয়্যার টি সাইজঃ ১২১ এমবি
No comments