ব্রেকিং নিউস

উইন্ডোজ সিস্টেম টিপস পর্ব - ৫ ডেক্সটপ থেকে রিসাইকেল বিন সরিয়ে দেওয়ার উপায়



আমরা নানা কারণে মাঝে মাঝেই আমাদের বিভিন্ন ধরণের ফাইল বা ডকুমেন্ট delete করে থাকি। আর আমাদের সেই মুছে দেওয়া বিভিন্ন ধরণের ফাইল বা ডকুমেন্ট সাধারণত রিসাইকেল বিনে যেয়ে জমা হয়। আর রিসাইকেল বিন যেহেতু ডেক্সটপে থাকে সেহেতু প্রায়ই আমাদের প্রাইভেসি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। আর এ সমস্যা থেকে আমরা ইচ্ছা করলেই মুক্তি পেতে পারি এবং ডেক্সটপ থেকে খুব সহজেই রিসাইকেল বিনটি সরিয়ে দিতে পারি।
যা করনিওঃ-
প্রথমে run এ গিয়ে gpedit.msc লিখতে হবে। তারপর বামের মেনু থেকে User Configuration>Administrative Templates>Desktop নির্বাচন করতে হবে। এবার ডান পাশে যে অপশন গুলো দেখা যাবে, তা থেকে Remove Recycle Bin icon from desktop এ ডাবল ক্লিক করতে হবে। এবার মেনু থেকে এনাবল করে বেরিয়ে আসতে হবে।তারপর কম্পিউটারকে restart করলেই দেখা যাবে ডেক্সটপে আর রিসাইকেল বিন নেই।

No comments