Powered by Blogger লেখাটি কিভাবে ব্লগার থেকে Remove করতে হয়?
শুরুতেই বলে রাখছি যদিও এই লেখাটি ব্লগারের জন্য একদম সহজ এবং কমন একটি পোষ্ট, তারপরও এই পোষ্ট হতে এ সম্পর্কে বিস্তারিত ও সম্পূর্ণ ভিন্ন কিছু জানতে পারবেন, যা আগে কখনও অন্য কোন ব্লগে দেখেননি। কাজেই পোষ্টটি একটু মনোযোগ সহকারে পড়লে এটি অন্য ব্লগারদের পোষ্ট হতে ভিন্ন কি না তা নিজেই বুঝতে পারবেন।
প্রত্যেক ডিফল্ট ব্লগে এমনকি অনেক কাষ্টম ব্লগেও উপরের চিত্রের এই লেখাটি ব্লগের Footer সেকশনে দেখা যায়। আপনার ব্লগটি যদি বাংলায় হয় তাহলে এই লেখাটি হুবহু উপরের ছবির মত হবে, আর যদি ব্লগটি English হয় তাহলে লেখাটি "Powered by Blogger" নামে দেখতে পাবেন। এই লেখাটি Desktop ভার্সনের পাশাপাশি Mobile ভার্সনেও দেখা যায়। বেশীরভাগ ব্লগারই এই লেখাটি পছন্দ করেন না বা তাদের ব্লগে রাখতে চান না। কিন্তু ব্লগার Template হতে এটি সরানোর জন্য ডিফল্ট কোন অপশন নেই। এই জন্য এটি সরানোর জন্য আজ বিস্তারিত আলোচনা করবো।
কিভাবে এটি Remove করতে হয়ঃ এটিকে Remove করার জন্য আমি দুটি পদ্ধতি দেখাবো। তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কোনটি বেছে নেবেন।
- Template > Edit Html এ ক্লিক করুন।
- তার Jump to Widget ম্যানু থেকে Attribution1 এ ক্লিক করুন। নিচের চিত্রে দেখুন -
- Attribution1 এ ক্লিক করার পর নিচের কোডটি দেখতে পাবেন।
- উপরের এই লাইনটির লাল চিহ্নিত true এর স্থলে false লিখে Save Template এ ক্লিক করুন।
- তারপর আবার Layout এ ক্লিক করে টেমপ্লেট থেকে বেরিয়ে আসুন। এখন Layout এর নিচের দিকে এই ছবির মত একটি Attribution দেখতে পাবেন।
উপরের ছবিতে Indicate করা Edit এ ক্লিক করলেই এটি Remove করার অপশন পাবেন।
Hey,i read your article, its so interested and also provide use ful information also visit my website
ReplyDeleteHow To Find Low Competition Keywords With High Traffic - It blogger