ব্রেকিং নিউস

একটি ম্যালওয়্যার আপনার ফোন বা পিসি ধ্বংস করতে পারে!

A-malware-can-destroy-your-phone-or-PC
A malware can destroy your phone or PC

ফোনে ভাইরাস ও ম্যালওয়্যার আক্রমণ প্রায় দেখা যায়। কিন্তু সরাসরি ফোনের হার্ডওয়্যারে ক্ষতি করতে পারে এমন ম্যালওয়্যার আগে যায় নি।
নতুন একটি ম্যালওয়্যার এর তথ্য পাওয়া গেছে যা সরাসরি ফোন ধ্বংস করতে সক্ষম। ‘লোয়াপি’ নামক এই ম্যালওয়্যার বিভিন্ন ওয়েবসাইট থেকে ফোনে সংক্রমণ হতে পারে বলে জানিয়েছেন ক্যাসপারেস্কির একদল গবেষক।


লোয়াপি ফোনে প্রবেশ করলে তারপর ক্রিপ্টো কারেন্সি যেমনঃ বিটকয়েন বা এথেরাম তৈরি করতে শুরু করে। যার ফলে ফোনের প্রসেসর ও ওয়াই-ফাই দীর্ঘ সময় কাজ করে গরম হয়ে যায়। গবেষকরা জানায় পরীক্ষাধীন ফোনটি টানা দুই দিন লোয়াপি চালানোর পর ব্যাটারি ফুলে নষ্ট হয়ে যায়।

অ্যাডব্লকের নির্মাতাদের তথ্য মতে জনপ্রিয় ওয়েবসাইট ব্যবহারকারীদের কম্পিউটারে ক্রিপ্টো কারেন্সি তৈরির চেস্টা চালাচ্ছে।

অন্তত প্রায় ৫০ কোটি কম্পিউটার ক্রিপ্টো কারেন্সি মাইনারে আক্রান্ত হয়েছে।  কম্পিউটারের পর ফোনেও নজর দিয়েছে লোয়াপির ম্যালওয়্যার নির্মাতারা। অন্তত ২০ ওয়েবসাইট লোয়াপি দ্বারা আক্রান্ত রয়েছে।

ওয়েবসাইট ব্রাউজিংয়ে আরও সাবধান হওয়া ও ফোন অস্বাভাবিক গরম হচ্ছে কিনা সেদিকে নজর রাখতে বলেছেন ক্যাস্পারেস্কির ওই গবেষকদল।
তাই আপনারাও সাবধান থাকুন।

1 comment: