ব্রেকিং নিউস

উইন্ডোজ ১০ সাথে সিরিয়াল কি ডাউনলোড করুন


আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম উইন্ডোজ ১০ সফটওয়্যার যা আপনি ৩২ এবং ৬৪ বিট চালাতে পারবেন আপনারা সবাই জানেন যে, উইন্ডোজ হল একটা অপারেটিং সিস্টেম যা সারা আপনার পিসি চলবে না উইন্ডোজ এর মত র ও অনেক অপারেটিং সিস্টেম আসে যেমন, Mac, Linax। কিন্তু আমাদের দেশে বেশি ভাগ মানুষেই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে।

তাই আমি আজ উইন্ডোজের একটা নতুন অপারেটিং সিস্টেম আপনাদের মাঝে শেয়ার করব আপনারা ও জানেন যে, আমাদের দেশে বেশি ভাগ মানুষ কপি উইন্ডোজ ব্যবহার করে যাই হোক, উইন্ডোজ ৮.১ এর পর মাইক্রোসফট এবার নিয়ে আসলো উইন্ডোজ ১০ সফটওয়্যার উইন্ডোজ ১০ থাকছে অনেক Feature এখনও ফুল সফটওয়্যার টা বের হয়নি কিন্তু Preview টা বের করেছে।

চলুন দেখে নেই উইন্ডোজ ১০ এর Feature গুলি

  • সার্বজনীন প্লাটফর্ম মাইক্রোসফট চেয়েছে তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেমটি ব্যাতিক্রমভাবে শুরু করতে। তাই তো এমন একটি অপারেটিং সিস্টেমের সূচনা করল যেটা একই সাথে পিসি, টেবলেট, বড়স্ক্রীন ফোন এবং মুঠোফোনেও ইনস্টল করা যেতে পারে। আর এই কারনেই উইন্ডোজ ১০ সার্বজনীয়।
  • স্টার্ট মেনুতে উল্লেখযোগ্য পরিবর্তন উইন্ডোজ ১০ এর স্টার্ট মেনুতে উল্লেহযোগ্য পরিবর্তন হচ্ছে উইন্ডোজ ৭ এবং ৮ এর সমন্বয়
  • একই সিস্টেমে মাল্টিপল ডেস্কটপ এর আগে লিনাক্স অপারেটিং সিস্টেমে মাল্টিপল ডেস্কটপ ব্যবহারের সুযোগ ছিল। এবার ‘উইন্ডোজ ১০’-একই সাথে একাধিক কাজ করার সুবিধার্থে যুক্ত হয়েছে ‘মাল্টি ডেস্কটপ ফিচার’।
  • উন্নত টাচ ফিচার মাইক্রোসফট টার্চ নির্ভর উইন্ডোজ চালিত ডিভাইসের আঙ্গুলের স্পর্শের সাহায্যে জুম ইন, জুম আউট, স্ক্রল করা, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ ইত্যাদি করা যাবে খুব সহজে।
  • কি-বোর্ডের ক্ষেত্রেও নতুনত্ব কি-বোর্ডের ক্ষেত্রেও উইন্ডোজ ১০ এ রয়েছে নতুনত্ব।
  • নতুনত্বে কন্টিনিউয়াম ফিচার কন্টিনিউয়াম ফিচারতি অপারেটিং সিস্টেমের জন্য একবারে নতুন ও অত্যাধুনিক একটি ফিচার।
  • সব ডিভাইসের জন্য একটি মাত্র অ্যাকাউন্ট উইন্ডোজ ১০-এ একই ইন্টারফেইস ব্যবহার করে একসঙ্গে ডেস্কটপ কম্পিউটার, উইন্ডোজ ট্যাবলেট এবং উইন্ডোজ স্মার্টফোন ব্যবহার করা যাবে। প্রয়োজন নেই একাধিক অ্যাকাউন্টের।
  • ইউনিভার্সাল অ্যাপস স্টোর সব ডিভাইসের জন্য এক উইন্ডোজের একই ভিত্তিতে আসছে ‘ইউনিভার্সাল অ্যাপস’ ফিচারটি। এই ফিচারে উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করা যে কোনো অ্যাপ একইসঙ্গে সবগুলো ডিভাইসেই চলবে।
  • স্ন্যাপ অ্যাসিস্ট পরিবর্তন আনা হয়েছে উইন্ডোজের স্ন্যাপিং ফিচারেও। স্ক্রিনের পুরোটা জুড়ে রাখার জন্য উইন্ডোগুলোকে স্বয়ংক্রিয় ভাবে রিসাইজ করবে এই ফিচারটি
  • কি-বোর্ড শর্টকাট কাজ করবে কমান্ড প্রম্পটে বর্তমানে কমান্ড প্রম্পটে (CMD) কি-বোর্ড শর্টকাট করা করে না। ctrl+ v এবং ctrl+c এর মতো শর্টকাটগুলো কাজ করবে উইন্ডোজ ১০ এর কমান্ড প্রম্পটে। ফলে কমান্ড ব্যবহার করা আরও সহজ হবে যে কোন ব্যবহারকারীদের জন্য।
তবে এর মধ্যে নতুন নতুন প্রচুর আপডেট আপনি দেখতে পাবেন যাদের দরকার তারা ডাউনলোড করে নেন আজ আপনাদের জন্য ৩২ বিট এবং ৬৪ বিটের দুটো ভারসান-ই নিয়ে এসেছি ডাউনলোড করার পর ইউএসবি বা ডিভিডিতে বার্ন করে নেন তারপর সেটাপ দিয়ে মজা নেন ওয়িন্ডোজ ১০-এর।


উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে
সিরিয়াল কি: NKJFK-GPHP7-G8C3J-P6JXR-HQRJR

আজ এখনেই শেষ করতেছি। আশা করি মাঝে মাঝে আপনাদের জন্য এই রকম কিছু মজার মাজার নতুন সফটওয়্যার নিয়ে আসব।

No comments