ব্রেকিং নিউস

মাইক্রোসফট ওয়ার্ড এর কিছু চমৎকার ফিচার

Microsoft-Word-Features

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা পৃথিবী বিখ্যাত মাইক্রোসফট অফিস এর কিছু চমৎকার ফিচার সম্পর্কে জানব। মাইক্রোসফট অফিস এর বেশ কিছু ভার্সন আছে যেমন অফিস ২০০০, অফিস ২০০৩, অফিস ২০০৭, অফিস ২০১০, অফিস ২০১৩।   মাইক্রোসফট অফিস এর অনেক গুলো প্রোগ্রাম আছে এর ভিতর মাইক্রোসফট ওয়ার্ড একটি। এই প্রোগ্রামটির মাধ্যমে আপনি আপনার নানা ধরনের লেখা সংরক্ষণ করতে পারেন। আপনি আপনার মূল্যবান ডকুমেন্ট এখানে লিখে রাখতে পারেন। তো চলুন এর কিছু চমৎকার ফিচার এর সাথে আমরা পরিচিত হই


  • কভার পেজ ডিজাইন
মাইক্রোসফট ওয়ার্ড এ যখন আপনি লিখবেন তখন আপনাকে লেখার জন্য কভার পেজ তৈরি করতে হবে আর জন্য কিছু কাজ করতে হবে আপনাকে যেমন,প্রথমে আপনাকে ওয়ার্ড ফাইলের একটি পেজ ওপেন করতে হবে তারপর মেন্যুবার থেকে কভার পেজ এর যে কোন একটি ডিজাইন নির্বাচন করে আপনি আপনার ইচ্ছা মত কভার পেজ তৈরি করতে পারবেন
  • ভেঙ্গে যাওয়া ফন্ট ঠিক করা

অনেক সময় আমরা ওয়ার্ড ফাইলে লেখার সময় কিছু সমস্যা এর ভিতর পড়ি যেমন আপনি যখন একটি লেখা লিখলেন এবং সেটা যদি অন্য কোন কম্পিউটারে সেটা পাঠান পরে দেখলেন যে আপনার লেখার  সব গুলো বর্ণ ভেঙ্গে গেছে। এখন আপনাকে এটি ঠিক করতে একটু কাজ করতে হবে সেটি হল আপনার ওয়ার্ড ফাইলের মেন্যু বারের ঠিক শেষ ভাগে এড ইন নামক স্থানে আপনার ইচ্ছা মত ফন্ট নির্বাচন করুন এবং ওকে চাপুন দেখবেন এটা ঠিক হয়ে গেছে
  • অটোমেটিক ফাইল সেভ

হ্যাঁ বন্ধুরা এখন ওয়ার্ড ফাইলের যে ফিচার টি নিয়ে আলোচনা করব সেটি হল অটোমেটিক ফাইল সেভ। আপনি যদি আপনার কম্পিউটার এ কাজ করতে করতে হঠাৎ করে আপনার পিসির পাওয়ার অফ হয়ে যায় তখন আপনি খুব বিব্রত এর ভিতর পড়ে জাবেন কারন আপনি যে কাজ করছিলেন আপনার ওয়ার্ড ফাইলে সেটা হয়ত আপনি ভাবছেন হারিয়ে গেছে কিন্ত না এবার আপনি আপনার এই হারিয়ে জাওয়া ফাইল খুব সহজেই অটোমেটিক সেভ করতে পারেন একটু কাজ করলে। প্রথমে আপনি ওয়ার্ড ফাইল খুলুন তারপর বাম দিকে অপশন বাটন এর যেয়ে কাস্টমাইজ কুইক এক্সেস টুলবার এ ক্লিক করুন এর পর আপনার ইচ্ছা মতো সময় দেন তারপর ওকে চেপে দিন দেখবেন আপনার সঠিক কাজটি হয়ে গেছে

তো বন্ধুরা আশা করি মাইক্রোসফট ওয়ার্ড এর সম্পর্কে আপনাদের কিছু ধারনা দিতে পেরেছি যদি আপনাদের কাজে আসে তাহলে আমার লেখা সার্থক হবে। আজ আর নয় আশা করি আগামিতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন
ধন্যবাদ

বিস্তারিত ভিডিও দেখুন




পোস্টটি সম্পূর্ণ নিজে কস্ট করে লিখেছি তাই কেউ কপি করে নিজের নামে চালানোর চেস্ট করবেন না যদি করেন তাহলে অবশ্যই DMCA তে আমি রিপোর্ট করব ।
কম্পিউটার স্পীড না হওয়ার পিছনে প্রধান কারন ও সমাধান ।


কম্পিউটার স্পীড না হওয়ার পিছনে একটি প্রধান কারণ কম্পিউটারের ভুলভাল ফাইল, ফোল্ডার যেখনে ।
সরাসরি দেখুন বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ ।
সকলকে সালাম আর আল্লাহ পাকের নিকট সুস্বাস্থ্য প্রার্থনা করে শুরু করছি আমার আজকের পোস্টটি পোস্টটি মূলত যাদের ব্লগ/ওয়েব সাইট আছে তাদের জন্য ।


No comments