ব্রেকিং নিউস

Bigo Free Phone Call&Messenger ফ্রী কল করুন দেশে বিদেশে আনলিমিটেড

bigo free phone call&messenger download
বন্ধুরা  কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ আমিও হাজির হলাম নতুন কিছু নিয়ে
হাঁ বন্ধুরা আমি আজ যে টিপস টি দেব, তা দিয়ে আপনারা মোবাইল এবং পিসি থেকে সম্পূর্ণ ফ্রী তে দেশে এবং বিদেশে কল করতে পারবেন তারপর আবার আনলিমিটেড আসলে এইটা একটা ANDROID APP  আপস টার নাম হল BIGO আপসটি তে রয়েছে চরম সব সুবিধা!! ত চলুন এক নজরে আপস টির জনম কুণ্ডলী জেনে আসি ।


BIGO কি?

১. Bigo হল একটি Android Voip Calling App

Bigo ব্যবহার করব কেমন করে?

১. Bigo ব্যবহার করতে চাইলে আপনার অবশ্যই একটি Android Device অথবা পিসি থাকতে হবে।
২. আপনার মোবাইল নাম্বার টি দিয়ে একটি Bigo  Account নিবন্ধন করতে হবে।
৩. তারপর নম্বর ডায়াল করে কল দিতে হবে।

কেন Bigo ?

১. Bigo তে চলছে এক চরম অফার! আপনি নিবন্ধন করার সাথে সাথে পেয়ে যাবেন ১১৬০ পয়েন্ট।
২. প্রতি মিনিট এর জন্য ১১ পয়েন্ট কাটা হবে Bangladeshi Number এ।
৩. বিভিন্ন দেশের কল রেট বিভিন্ন, যেমন Chaina এর জন্য প্রতি মিনিট মাত্র ১ পয়েন্ট।
৪. প্রতি বার এর কল এ নাম্বার পরিবর্তন হয়ে যায়।
৫. যাকে কল দিবেন তার BIGO থাকতে হবে না।
৬. প্রতিবারের লগইন এ পেয়ে যাবেন ২০ পয়েন্ট করে।
৭. কোন বন্ধু কে INVITE করলে পেয়ে যাবেন ২০০ পয়েন্ট।
৮. LIBON এর মত কল কথা আটকে যাবে না।
৯. কথা খুবই পরিস্কার ।
১০. Bigo থেকে Bigo তে করতে পারবেন ফ্রী Ultra HD ভিডিও কল।
১১. প্রতি মাসে পেয়ে যাবেন ১১৫২ ক্রেডিট!!!

পিসি তে BIGO!!

Bigo এর কোন পিসি Application নেই। কিন্তু আপনি তা পিসি তেও ব্যবহার করতে পারেন। Bigo পিসি তে ব্যবহার করতে ANDY ব্যবহার করুন।


http://bit.ly/getAndy


Bigo সম্পর্কে কিছু কথা

সর্বউচ্চ কোয়ালিটি তে কল করতে ৩জি/৩.৫জি/৪জি/ওয়াইফাই ব্যবহার করুন। ২জি তে Bigo ব্যবহার করে কল আটকে গেলে বা কথা শোনা না গেলে আমি বা Bigo কেউ ই দোষী না কিন্তু!!

BIGO ডাউনলোড লিঙ্ক

 Bigo! Google Play Store Link

পরিশেষে সকলেই খুব ভালো থাকুন।


পোস্টটি সম্পূর্ণ নিজে কস্ট করে লিখেছি তাই কেউ কপি করে নিজের নামে চালানোর চেস্ট করবেন না যদি করেন তাহলে অবশ্যই DMCA তে আমি রিপোর্ট করব ।
কম্পিউটার স্পীড না হওয়ার পিছনে প্রধান কারন ও সমাধান ।


কম্পিউটার স্পীড না হওয়ার পিছনে একটি প্রধান কারণ কম্পিউটারের ভুলভাল ফাইল, ফোল্ডার যেখনে ।
সরাসরি দেখুন বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ ।
সকলকে সালাম আর আল্লাহ পাকের নিকট সুস্বাস্থ্য প্রার্থনা করে শুরু করছি আমার আজকের পোস্টটি পোস্টটি মূলত যাদের ব্লগ/ওয়েব সাইট আছে তাদের জন্য ।


No comments