ব্রেকিং নিউস

Microsoft Word এর কিছু মজার কাজ


৯ সেপ্টেম্বর ২০০১ , এই তারিখটির আলাদা একটা তাৎপর্য পুরো বিশ্বের মানুষের কাছেই রয়েছে। এই দিনে আমেরিকার টুইন টাওয়ারে জঙ্গি বিমান হামলা চালানো হয়েছিল। প্রায় ৩০০০ হাজার মানুষের প্রাণহানিই শুধু নয়, কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতিও সাধিত হয়েছিল আল কায়েদার এই সন্ত্রাসী হামলায়।
মার্কিন মুলুকের মানুষদের কাছে তাই এই দিনটির ভয়াবহতা আর বাকি বিশ্বের মানুষের তুলনায় একটু বেশী। এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের আরও স্মরণীয় করে রাখতে উইন্ডোজেও তাদের মত করে ব্যবস্থা তৈরি করে রাখা আছে। মাইক্রোসফট ওয়ার্ডে আপনি চাইলেই টুইন টাওয়ার ইফেক্টের একটা প্রতিচ্ছবি দেখতে পারবেন। এর জন্য যা করতে হবে তা হলঃ
১। নতুন একটি ওয়ার্ড ফাইল ওপেন করুন।
২। এরপর লিখুন Q33N , এবার ফন্ট সাইজ ৭২ এ পরিবর্তন করুন।
৩। এবার Font পরিবর্তন করুন Wingdings এ। এরপর দেখুন ম্যাজিক।
দেখুন সেই ভয়াবহ ৯/১১ এর একটি প্রতিচ্ছবি আপনার ওয়ার্ড ফাইলে তৈরি হয়ে যাবে। হয়ত এই ছোট ফিচারের জন্য তেমন বড় কিছুই পরিবর্তন হয়ে যায়নি বা হবেও না। প্রযুক্তির এই ছোটো ব্যবহার ও যদি আমাদের মানবতাবোধের জায়গা টুকু একটু আধটু নাড়া দিয়ে যায় তাহলে মন্দ কি।

No comments