আপনার কম্পিউটার অথবা লেপটপকে বানিয়ে ফেলুন ওয়াই ফাইহস্টপট
কেমন আছেন সবাই আসা করি অনেক অনেক ভাল আছে।
আপনাদের ভাল থাকা আমাদের শুভ কামনা আমি আজকে আপনাদের সাথে সেয়ার করব আপনার কম্পিউটার অথবা লেপটপকে কিভাবে ওয়াই ফাইহস্টপট করবেন !
যারা নিজের কম্পিউটার অথবা ল্যাপটপ কে ইন্টারনেট সারভার বানাতে চান তারা নিজের ধাপে কাজ গুলো করুন ব্যাস হয়ে যাবে এর মাধ্যমে আপনি পিসি কে wi fi hotspot বানাতে পারেন খুব সহজেই আর এর মাধ্যমে ফ্রিতে ইন্টারনেট ব্যাবহার করতে পারেন আপনার মোবাইল বা অন্য ল্যাপ্টপ এ যা যা লাগবে
1.ইন্টারনেট একটি USB WLAN Router ডিভাইস অথবা আপনার ল্যাপটপ।
2.Connectify নামের একটি সফটওয়্যার.
3.এবার USB WLAN ডিভাইস টি আপনার কম্পিউটার এ লাগান, সফটওয়্যার টি ইন্সটল করুন (যে সফটওয়্যার ডাউনলোড করছেন) ।
4.পিসি রিস্টার্ট চাইবে, রিস্টার্ট দিন। রিস্টার্ট হওয়ার পর দেখবেন যে CONNECTIFY নামের সফটওয়্যার টি ওপেন হয়েছে।
লক্ষ্য করুন আপনার হটস্পট টি অফ লাইন আছে, এবার আমরা Connectify সফটওয়্যার এর সেটিং এ যা যা করা দরকার তা করব।
লক্ষ্য করুন আপনার হটস্পট টি অফ লাইন আছে, এবার আমরা Connectify সফটওয়্যার এর সেটিং এ যা যা করা দরকার তা করব।
১। Hostpot Name( যে নামে ইন্টারনেট শেয়ার করতে চাইছেন সে নাম দিন)
২। Password (এখানে আপনি আপনার ইচ্ছা মত Password দিন)
৩। Internet : (এখানে আপনি যে ইন্টারনেট টি শেয়ার করবেন তা সিলেক্ট করুন মানে আপনি যে ইন্টারনেট চালান এখানে সেটা দেখাবে এবং তা সিলেক্ট করে দিন, যেমন আমি Broadband চালাই তাই Broadband সিলেক্ট করেছি )
৪। Advanced : (এখানে দেখুন Shar over & sharing modeরয়েছে, Share over আপনার WLAN ডিভাইসটি সিলেক্ট করুন ও sharing mode এ WI-Fi Access Point,Encrypted(WPA2) সিলেক্ট করে দেন।
৫। এবার Start Hotspot এ ক্লিক করুন একটু অপেক্ষা করুন তারপর দেখুন আপনার হটস্পট টি চালু হয়ে গেসে।
এবার আপনার মোবাইল বা ল্যাপটপ এ Wirless Lan সার্চ দেন দেখুন আপনার হটস্পট টি পেয়েছে আপনার
নামে( Hostpot name এ যে নাম লিখেছিলেন সে নামে পাবে)
এবার আপনার মোবাইল বা ল্যাপটপ এ Wirless Lan সার্চ দেন দেখুন আপনার হটস্পট টি পেয়েছে আপনার
নামে( Hostpot name এ যে নাম লিখেছিলেন সে নামে পাবে)
আপনার মোবাইল বা ল্যাপটপ এ ওয়াইফাই টি চালু করতে হলে দেখবেন password চাইতেছে আপনার password টি দেন
(মানে আপনি Connectify এর password এ যে password দিয়ে ছিলেন সেটি দিন)
ভাল লেগে থাকলে সেয়ার করুন।
No comments