তোমার হাতটা শুধু একবার ধরব
তোমার হাতটা শুধু একবার ধরব
তারপর তোমার দিকে তাকিয়ে
বিশ্ব জয়ের স্বপ্ন দেখব।
হয়তো কল্পনাতে নিজেকে খুঁজে পাব
খুব প্রাচীন কোনো রাজার বেশে!
অথবা হারিয়ে যাব
তোমার চোখের নীল সমুদ্রে।
বহুদূর বিস্তৃত খোলা কোনো সবুজ মাঠে
নিজেকে দেখতেই পারি;
কিংবা নীল আকাশে উঁচু পাহাড় ঘেসে
রংধনুটার মাঝে আমাকে ভাবতেই পারি।
অথবা অহেতুক কিছু শব্দ দিয়ে
একটি কবিতা লিখতে পারি।
তোমার হাতটা শুধু একবার ধরব
তোমার হাতটা শুধু একবার ধরব
তারপর তোমার দিকে তাকিয়ে
বিশ্ব জয়ের স্বপ্ন দেখব।
হয়তো কল্পনাতে নিজেকে খুঁজে পাব
খুব প্রাচীন কোনো রাজার বেশে!
অথবা হারিয়ে যাব
তোমার চোখের নীল সমুদ্রে।
বহুদূর বিস্তৃত খোলা কোনো সবুজ মাঠে
নিজেকে দেখতেই পারি;
কিংবা নীল আকাশে উঁচু পাহাড় ঘেসে
রংধনুটার মাঝে আমাকে ভাবতেই পারি।
অথবা অহেতুক কিছু শব্দ দিয়ে
একটি কবিতা লিখতে পারি।
No comments