ব্রেকিং নিউস

শত শত ছবিকে রিসাইজ করুন ফটোশপ দিয়ে মাত্র কয়েকটি ক্লিকে !!


আমাদের বিভিন্ন কারনে ছবি রিসাইজ করতে হয় আপনি হয়ত কোন ভাল মানের ক্যামেরা দিয়ে ছবি তুলেছেন যার সাইজ হচ্ছে 4000*3000 এ রকম কিন্তু এই ছবি গুলো যদি ইমেইল অথবা ফেসবুকে দিতে চান তাহলে অনেক ঝামেলা হবে । আসল কথা হল বিভিন্ন কারনেই ছবি রিসাইজ করতে হয় ।

একটা দুটো ছবি হ্লে দ্রুতই করতে পারেন , কিন্তু যদি এমন হয় আপনাকে কয়েক শ ছবি একসাথে রিসাইজ করতে হবে , তাহলে একটা একটা করে করতে গেলে খবর আছে কিন্তু ফটোশপের মাধ্যমে মাত্র কয়েকটি ক্লিকেই রিসাইজ করে নিতে পারেন আপনার সব ছবি তাহলে দেখে নিন নিচের ভিডিও । 

ভিডিও দেখে কেও মাইন্ড করবেন না , আমি ঘর কোনা মানুষ তাই ভাল্ভাবে বেশি কথা বলতে পারি না এর আগে বিভিন্ন টিটোরিয়াল দেখে মনে করেছিলাম বানানো সহজ কিন্তু , একা একা রুমের ভিতর মাইক্রোফোন নিয়ে কথা বলা যে কি ঝামেলা এখন বুঝতে পারছি ।




No comments