ব্রেকিং নিউস

ইন্টারনেট স্পিড বাড়ানোর শর্টকাট সেটিং জেনে নিন এখনই ।


ইন্টারনেট স্পীড আমাদের দেশে একটি বড় সমস্যা তবে কিছু কাজ করলে সেই সমস্যা কিছুটা হলেও কমানো সম্ভব। Microsoft Windows এর কেরামতিতে আমাদের কম্পিউটারের বাই ডিফল্ট ২০% ইন্টারনেট স্পিড এমনিতেই কমানো আছে  । এই ২০% বেন্ডউইড Microsoft তাদের প্রডাক্ট আপডেট করার জন্য রিসার্ভ করে রাখে, যা আসলে আমাদের চোখের অনেকটাই আরালে । তাই আমরা বঞ্চিত হচ্ছি ২০% ব্যান্ডউইড থেকে।
চলুন স্পীড যোগ করি আমাদের ইন্টারনেটের সাথে। ইন্টেরনেট স্পীড বাঁড়ার সকল নিয়ম দেখুন এখান থেকে:
প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে –
> Click Start
> Click Run
> এবার Type করুন – gpedit.msc টাইপ হলে এন্টার দিন অথবা OK ক্লিক করুন
> তারপর Group Policy Editor নামে একটি ডায়লগ বক্স আসবে এবার আপনাদের যে কাজটি করতে হবে। প্রথমে Computer Configuration ক্লিক করুন, এবার Administrative Templates ক্লিক করুন, এবার Network এ ক্লিক করুন। আপনাকে এবার ক্লিক করতে হবে QOS Packet Scheduler করেছেন। Good….
> এখন ডান পাশে খেয়াল করুন “Limit Reservable bandwidth” লিখা আছে না এখানে ডবল ক্লিক করুন।
> এবার আপনি দেখতে পাবেন ওখানে দেয়া আছে ” is not configure ”
> এখন ডাবল ক্লিক করে সিলেক্ট করুন “Enabled” Reservable bandwidth ওখানে “0” (zero) দিয়ে দিন।

আর কোন কিছু পরিবর্তন করার প্রয়োজন হবে না শুধু OK করে বেরিয়ে আসুন। Explain এ ক্লিক করলে দেখতে পারবেন, ওখানে সব বলা আছে। আশা করি আপনারা উপকৃত হবেন। আর হ্যা কমপিউটারটা একটা রিস্টাট দিয়ে নিতে পারেন এতে আপনার পরিবর্তনটা ধরতে সুবিধা হবে।

No comments